আবার অশান্ত সিরিয়া
আলেপ্পোয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল (বুধবার) আলেপ্পো শহরের পশ্চিমে এবং ইদলিব প্রদেশের পূর্বে সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে ১০টি এলাকা দখল করে নিয়েছে।
ব্রিটেনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ভারী সংঘর্ষের ফলে প্রায় ১০০ সৈন্য ও সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরির কর্মীরা জানিয়েছেন যে, মিত্র সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর ১৬ সদস্যের সাথে হায়াতে তাহরির আশ-শামের ৪৪ জন সদস্য নিহত হয়।
অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে চারজন কর্মকর্তাসহ সিরিয়ার সামরিক বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছে এবং পাঁচ সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়া, অস্ত্রের ডিপো, সাঁজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা।
মনিটরিং গ্রুপটি আরো বলেছে যে, সংঘর্ষে শিশুসহ বেসামরিক লোকজন হতাহত হয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সিরিয় সূত্রের বরাত দিয়ে বলেছে, হায়াতে তাহরির আশ-শাম ইদলিব শহর এবং উত্তরাঞ্চলের সমস্ত হাসপাতালকে অস্ত্রোপচার বন্ধ করতে এবং শুধুমাত্র যুদ্ধে আহত সন্ত্রাসীদের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮