সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বৈঠক করবেন ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা
(last modified Thu, 05 Dec 2024 08:26:27 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৪:২৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সংক্রান্ত ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’ বাস্তবায়নের নিশ্চয়তা দানকারী তিন দেশের শীর্ষ কূটনীতিকরা সিরিয়ায় আবার জঙ্গিবাদের উত্থান নিয়ে শিগগিরই কাতারে বৈঠকে মিলিত হবেন।

তিনি গতকাল তেহরানে বলেন, আগামী সপ্তাহের শুরুতেই তিনি ওই বৈঠকে অংশ নিতে কাতারের রাজধানী দোহা সফর করবেন। বৈঠকে ইরানের পাশাপাশি রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। আরাকচি বলেন, দোহায় যে বৈঠকে হবে তা হবে আস্তানা শান্তি প্রক্রিয়ারই ধারাবাহিকতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারে অনুষ্ঠেয় এ বৈঠকে নিশ্চিতভাবে স্বাগতিক দেশের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবে না। সিরিয়ায় ২০১১ সালে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতার অবসান ঘটানোর জন্য ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেটি আস্তানা শান্তি প্রক্রিয়া নামে পরিচিত।  ওই প্রক্রিয়ার তিন দেশের মধ্যে ইরান ও রাশিয়া হচ্ছে সিরিয়া সরকারের মিত্র এবং তুরস্ক দামেস্ক সরকারের বিরোধীদের পৃষ্ঠপোষকতা দানকারী দেশ।  সিরিয়ায় ২০১৭ সাল থেকেই সন্ত্রাসবাদ স্তিমিত হয়ে আসে যার পেছনে আস্তানা শান্তি প্রক্রিয়ার বড় ভূমিকা ছিল। কিন্তু গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলে আবার সন্ত্রাসবাদের উত্থান হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আস্তানা শান্তি আলোচনার অর্জনগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে বুধবার রাশিয়া বলেছে, সিরিয়া বিষয়ক আস্তানা শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের নিশ্চয়তা প্রদানকারী তিন দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সাংবাদিকদের এ তথ্য জানান।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।