‘শহরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে’
হামায় সন্ত্রাসীদের প্রবেশের খবর সত্য নয়: সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হামায় প্রবেশ করেছে বলে যে খবর প্রচারিত হয়েছে তা নাকচ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, হামা শহরে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে তাদের সামাজিক মাধ্যম ও কিছু আরব গণমাধ্যম যে খবর দিয়েছে তা সত্য নয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, হামা শহরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধ করতে শহরটির সবগুলো প্রবেশপথে দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে।
বুধবার সকাল থেকে সন্ত্রাসীদের সামাজিক মাধ্যমের বরাত দিয়ে কিছু আরব গণমাধ্যম এ দাবি করতে থাকে যে, আলেপ্পোর একাংশ দখল করার পর উগ্র সন্ত্রাসীরা হামা শহরের পূর্ব অংশ দিয়ে শহরটি ঢুকে পড়েছে এবং বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে।
গত ২৭ নভেম্বর তুরস্কসহ কিছু দেশের সমর্থন নিয়ে উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় হামলা চালায়। এই হামলা ছিল ২০২০ সালে সিরিয়ার সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ওই চুক্তিতে সিরিয়ার উত্তরাঞ্চলকে উত্তেজনার বাইরে রাখার কথা বলা হয়েছিল।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি-মদদপুষ্ট সহিংসতা চাপিয়ে দেয়া হলে ইরানই ছিল প্রথম দেশ যেটি দামেস্কের পাশে দাঁড়িয়েছিল। ২০১৭ সালে ইরান ও রাশিয়ার সহযোগিতা নিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল সিরিয়া।
তবে গত সাত বছর ধরে সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসীদের পাশাপাশি বিদেশি দখলদার সেনাদের নিয়ন্ত্রণে ছিল। গত ২৭ নভেম্বর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের জঙ্গিরা সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধনের হামলা চালিয়ে আলেপ্পোর একাংশ দখল করে নেয়। বর্তমানে এই গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সেনাবাহিনী তুমুল সংঘর্ষ চলছে।#.
পার্সটুডে/এমএমআই/এমএআর/৫