দামেস্কে ইরানি দূতাবাসে হামলার নিন্দা
কূটনৈতিক স্থাপনার সুরক্ষা দিতে তেহরানের আহ্বান
সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানি দূতাবাসে বিদেশি মদদপুষ্ট গেরিলারা যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। হায়াতে তাহরির আশ-শাম গোষ্ঠীর নেতৃত্বে গতকাল (রোববার) সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করে। এছাড়া, গেরিলারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটতরাজ চালায়।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ সম্পর্কে গতকাল শেষ বেলায় বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি হচ্ছে যেকোন পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিক ও কন্স্যুলার অফিসগুলোর নিরাপত্তা রক্ষা করা।
বিবৃতিতে ইসমাইল বাকায়ি জানান, সিরিয়ায় ইরানের দূতাবাসে কর্মরত সমস্ত কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, দামেস্কে ইরানের দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯