সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরাইলের নিন্দা করলো আরব লীগ
https://parstoday.ir/bn/news/event-i144844
সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফারজোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে আরব লীগ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরাইলের নিন্দা করলো আরব লীগ

সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফারজোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে আরব লীগ।

গতকাল (শুক্রবার) ২২ সদস্যের এই জোট প্রস্তাবটি পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি একটি জরুরি বৈঠক ঢাকার আহ্বান জানিয়েছে যাতে সিরিয়ায় ইহুদি ইসরাইলের দখলদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করা যায়।

প্রস্তাবের বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানিয়েছে। তারা বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের ব্যাপারে আরব লীগের অবস্থান পরিষ্কার করার জন্য কায়রোয় একটি বৈঠক হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করতে আরব লীগের প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত রোববার বিদেশী মদদপুষ্ট হায়াতে তাহরির আশ-শাম সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার পর ইহুদিবাদী ইসরাইল ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফারজোন দখল করে নেয়। এই বাফারজোন অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার অংশে থাকা গোলান মালভূমিকে আলাদা করেছে।

ইহুদিবাদী সেনারা বাফারজোন দখল করেই ক্ষান্ত হয়নি বরং তারা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়েছে এবং ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত সামরিক লক্ষ্যবস্তুতে বিনা বাধায় হামলা চালাচ্ছে। সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল জুড়ে অবস্থান করার ‘প্রস্তুতি নেয়ার’জন্য ইহুদিবাদী সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।