‘এক দশক আগের তুলনায় সন্ত্রাসবাদের হুমকি কমে যায়নি’
সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ইরান বলেছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সহিংসতা ও সহিংস উগ্রবাদবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।
তিনি বলেন, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাস হওয়ার পর থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।
বাকায়ি বলেন, “সে সময় এই দিবসের যতটা গুরুত্ব ছিল এখনও সেই একই গুরুত্ব রয়ে গেছে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।”
বিগত এক দশকে পশ্চিম এশিয়া অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিশেষ করে দায়েশের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে ইরান প্রধান ভূমিকা পালন করে।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে দায়েশ কথিত খেলাফত কায়েমের ঘোষণা দেয়ার পর এই উগ্র গোষ্ঠীকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু ইরানের সহযোগিতায় ওই দুই দেশের সামরিক বাহিনী আইএস গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়।
এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সোমবার বাকায়ি আরেক বক্তব্যে বলেছিলেন, দামেস্কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ইরান যতদ্রুত সম্ভব সেখানে নিজের দূতাবাস কার্যক্রম আবার চালু করবে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর হায়াত তাহরির আশ-শামের সশস্ত্র ব্যক্তিরা দামেস্কের ইরান দূতাবাসে হানা দেয় এবং ব্যাপক লুটপাট চালায়।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।