‘সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার অংশ’
https://parstoday.ir/bn/news/event-i145040-সিরিয়ার_নতুন_ভূমি_দখল_করা_বৃহত্তর_ইসরাইল_প্রতিষ্ঠার_অংশ’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরাইল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরাইল প্রকল্পের অংশ। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৪:৩৪ Asia/Dhaka
  • ‘সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার অংশ’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরাইল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরাইল প্রকল্পের অংশ। 

গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশনে দেয়া ভাষণে আব্দুল মালিক আল-হুথি বলেন, "ইসরাইলি শত্রু ডেভিড করিডোর নামে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো ভূমি দখল করতে চায় এবং মার্কিন-অধিকৃত ও কুর্দি-অধ্যুষিত ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়।" 

ইউফ্রেটিস নদী পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে আবদুল মালিক আল-হুথি বলেন, ইহুদিবাদী ইসরাইল চলমান পরিস্থিতিতে সিরিয়া দখলের পথে কোনো বাধা নেই বলে বিবেচনা করছে। তিনি বলেন, ইসরাইলি সেনারা সিরিয়ার যে সামরিক স্থাপনা ধ্বংস করছে সেগুলো ওই দেশের জনগণের সম্পদ এবং ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অপরিহার্য। 

ইসরাইলের চলমান আগ্রাসনের মুখে সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী কোন কিছু করছে না বলে অভিযোগ করেন আনসারুল্লাহ প্রধান। তিনি বলেন, সিরিয়ার কৌশলগত অস্ত্র এবং সামরিক স্থাপনাগুলো কোনমতেই রক্ষার চেষ্টা করছে না নতুন সরকার বরং তারা ইসরাইলের কাছে এগুলো অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দক্ষিণ সিরিয়ায় উর্বর ভূমি দখলের চেষ্টা করছে ইহুদিবাদী ইসরাইল। 

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অবহিত করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের তীব্র কটাক্ষ করেন আনসারুল্লাহ প্রধান। তিনি পশ্চিমা দেশগুলোর দ্বৈত অবস্থানের সমালোচনা করে বলেন, প্রকৃত আত্মরক্ষার চেষ্টা করছে গাজা এবং লেবাননের জনগণ, অথচ সেগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিচ্ছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২০