৩ বছরে ২ লাখ মানুষ ইসরায়েল থেকে পালিয়ে গেছে: লাপিদ
-
লাপিদ
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা ও অর্থনৈতিক সংকটের কারণে শত শত নয়, বরং লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছে।
তিনি আরও বলেছেন, গত তিন বছরে হতাশা বৃদ্ধি ও জীবনমান কমে যাওয়ার কারণে প্রায় ২ লাখ জায়নবাদী বসতি স্থাপনকারী ইসরায়েল থেকে ভূখণ্ড ছেড়ে গেছে। এটাকে তিনি অভূতপূর্ব বলে বর্ণনা করেন।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আরও বলেন- ইসরায়েলের বর্তমান জীবনযাত্রার অবস্থা তিন বছর আগের তুলনায় এমনকি ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের সময়ের তুলনায়ও অনেক খারাপ হয়েছে। ইহুদিবাদীরা বর্তমানে জীবনযাত্রার ব্যয়, শিক্ষা এবং ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি।
লাপিদ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর নীতির ফলে একটি পুরো প্রজন্ম ধ্বংসের মুখে পড়েছে। তিনি জানান- অপ্রয়োজনীয় খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট ব্যয় করা হচ্ছে, অথচ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সংকট সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়েছে।
এর আগে জায়নবাদী ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছিল- গাজা যুদ্ধের পর অধিকৃত ভূখণ্ড থেকে মেধাপাচার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং দেশ ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষিত ব্যক্তির সংখ্যা নতুন আসা ব্যক্তিদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিকে বৈজ্ঞানিক ও গবেষণামূলক ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনের প্রযুক্তি খাতের কর্মীদের দেশত্যাগও ক্রমেই বাড়ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ইসরায়েলি কর্মীদের মধ্যে বিদেশে বদলি ও চাকরির জন্য আবেদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন