সব যুদ্ধেরই নিয়ম-কানুন থাকে যার সবগুলো লঙ্ঘন করেছে ইসরাইল: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/event-i145138-সব_যুদ্ধেরই_নিয়ম_কানুন_থাকে_যার_সবগুলো_লঙ্ঘন_করেছে_ইসরাইল_জাতিসংঘ
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা- আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, যেকোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়ম-কানুন থাকে যার সবগুলোই গাজায় লঙ্ঘন করেছে ইসরাইল। তিনি রোববার নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:০৮ Asia/Dhaka
  • সব যুদ্ধেরই নিয়ম-কানুন থাকে যার সবগুলো লঙ্ঘন করেছে ইসরাইল: জাতিসংঘ

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা- আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, যেকোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়ম-কানুন থাকে যার সবগুলোই গাজায় লঙ্ঘন করেছে ইসরাইল। তিনি রোববার নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বিগত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী পাশবিক হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনির নিহত হওয়ার কথা উল্লেখ করে লাজ্জারিনি বলেন, গাজার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরাইলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। তিনি এই পাশবিক হামলার ব্যাপারে নীরবতা ভাঙার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের প্রচলিত সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করেছে তেল আবিব।

জাতিসংঘর এই কর্মকর্তা বলেন, গাজায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং পণন্দিদেরও মুক্ত করা যায়। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, এবার কিছু করা দরকার।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনও চলছে। অবরুদ্ধ ওই উপত্যকায় গত প্রায় ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে ৪৫,২২৭ ফিলিস্তিনি শহীদ ও অপর ১০৭,৫৭৩ জন আহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন যাদের সবাই ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারনা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৩