ইরানি জেনারেল স্টাফের বিবৃতি
আমেরিকার লক্ষ্য মুসলমানদের সম্পদ লুণ্ঠন তবে সিরিয়ায় কিছুই অর্জিত হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, বিদেশি মদদপুষ্ট গেরিলাদের দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করা একটি মার্কিন ও ইহুদিবাদী ষড়যন্ত্র, তবে আরব দেশটিতে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না।
এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, “শুধু সিরিয়া নয় বরং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী এই ইঙ্গিত দিচ্ছে যে, স্বাধীনতাকামী জাতিগুলোর বিরুদ্ধে বিশ্ব বলদর্পী শক্তিগুলোর শত্রুতা, নিরাপত্তাহীনতা ও মন্দ কাজ অব্যাহত রয়েছে এবং এগুলোর নেতৃত্বে রয়েছে অপরাধী আমেরিকা।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এতে কোনো সন্দেহ নেই যে, সিরিয়ার ঘটনাবলী আমেরিকা ও ইহুদিবাদী ষড়যন্ত্রের যৌথ ফসল। মার্কিন নেতৃত্বাধীন বলদর্পী ব্যবস্থা মধ্যপ্রাচ্য অঞ্চলে মুসলিম সম্পদ লুটপাট এবং মুসলমানদেরকে দাসে পরিণত করা সহ তার মন্দ লক্ষ্য অর্জনের চেষ্টা করছে।
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি ও আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জেনারেল স্টাফের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮