বেন গুরিয়ন বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রে হামলা, বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/event-i145466-বেন_গুরিয়ন_বিমানবন্দর_বিদ্যুৎকেন্দ্রে_হামলা_বাদ_যায়নি_মার্কিন_বিমানবাহী_রণতরী
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরাইলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • বেন গুরিয়ন বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রে হামলা, বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরাইলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (মঙ্গলবার) বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়।

এছাড়া, ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল-কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি। সারি উল্লেখ করেন, প্রতিশোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। 

এদিকে, ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী যুদ্ধজাহাজের বিরুদ্ধে বহুমুখী অভিযান চালিয়েছে। সারি জানান, এই হামলায় বহুসংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১