যুদ্ধ জয়ে সমরাস্ত্রের চেয়ে গণমাধ্যম বেশি প্রভাবশালী ভূমিকা রাখে
https://parstoday.ir/bn/news/event-i145474-যুদ্ধ_জয়ে_সমরাস্ত্রের_চেয়ে_গণমাধ্যম_বেশি_প্রভাবশালী_ভূমিকা_রাখে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটে গণমাধ্যমের অনন্য ভূমিকার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন। তিনি ইরানের জাতীয় গণমাধ্যমগুলোর ভূমিকা শক্তিশালী করার জন্য আরো বেশি উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৫ ১২:০৫ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটে গণমাধ্যমের অনন্য ভূমিকার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন। তিনি ইরানের জাতীয় গণমাধ্যমগুলোর ভূমিকা শক্তিশালী করার জন্য আরো বেশি উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান।

সর্বোচ্চ নেতা গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে গণমাধ্যম বিষয়ক একটি সম্মেলনে পাঠানো বাণীতে এ আহ্বান জানান। ওই সম্মেলনে অন্যান্যের মধ্যে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি এবং সংস্থার শীর্ষস্থানীয় পরিচালকরা অংশগ্রহণ করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষের বিজয়ে সামরিক উপায়ের চেয়ে যে বিষয়টি অধিকতর প্রভাবশালী ভূমিকা রাখে তা হচ্ছে সঠিক উপায়ে একটি বার্তা বহন করে সত্য প্রকাশ করে দিতে পারার ক্ষমতা।  

তিনি বলেন, “চলমান বৈশ্বিক সংঘাতগুলোতে গণমাধ্যম ও প্রকাশনার অনন্য ভূমিকার কথা আপনাদের সবার জানা রয়েছে। বিষয়টি বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর।”

ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে বলেন, “বর্তমানে, কোনো পক্ষের বিজয় নির্ধারিত হয় তার বার্তা বহন ও বাস্তবতা বর্ণনা করার ক্ষমতার মাধ্যমে। আমাদেরকে এই স্পর্শকতার ইস্যুতে নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ও নির্ভুলতা বহুগুণে বাড়াতে হবে।”

গণমাধ্যম সম্মেলনে পেইমান জেবেলি জানান, প্রতিরোধ অক্ষের সমর্থনে বিশেষ করে গাজা যুদ্ধের সমর্থনে তার সংস্থা সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২০০ সাংবাদিক ইসরাইলি পাশবিক হামলায় নিহত হয়েছেন। এছাড়া, আহত, গ্রেফতার ও গুম হয়েছেন আরো বহু সাংবাদিক।#

 পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।