‘আমরা শক্তিশালীভাবে জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করব’ 
https://parstoday.ir/bn/news/event-i145546-আমরা_শক্তিশালীভাবে_জেনারেল_সোলাইমানির_পথ_অনুসরণ_করব’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার জেনারেল সোলাইমানির পথ শক্তিশালীভাবে অনুসরণ করবে ইরান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • ‘আমরা শক্তিশালীভাবে জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করব’ 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার জেনারেল সোলাইমানির পথ শক্তিশালীভাবে অনুসরণ করবে ইরান। 

জেনারেল সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, “আমরা সত্যের পক্ষে দাঁড়াব এবং শক্তিশালীভাবে এই পথে চলব, আমরা কাপুরুষদেরকে নাকে খত দেয়াবো।"

তিনি আরো বলেন, “আমরা শহীদ সোলাইমানির পথ অনুসরণ করার শপথ করছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব, সমস্ত নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “জেনারেল সোলাইমানি তার রক্ত ​​দিয়ে অত্যাচারীদের লজ্জা দিয়ে গেছেন। এমন ব্যক্তি শহীদ হয়ে মানবতা ও মানবাধিকারের মিথ্যা দাবিদার আমেরিকা, ইসরাইল এবং ইউরোপকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়ে গেছেন। তারা আসলে মানবতার শত্রু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কতটা বর্বর এবং তারা কী অপরাধ করছে।”

পেজেশকিয়ান বলেন, “জেনারেল সোলাইমানির পুরো লক্ষ্য ও প্রচেষ্টা ছিল ইসলামী উম্মাহর ঐক্য ও সংহতি। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই শীর্ষ কমান্ডারের কাছে নিপীড়িত মানুষকে রক্ষার ক্ষেত্রে দিন-রাত ছিল না। তিনি ইরাক, সিরিয়া, লেবানন, আফগানিস্তান কিংবা অন্য কোথাও কাজ করার ক্ষেত্রে ধর্ম-বর্ণ দেখেননি।” 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “কিছু বিপ্লব-বিরোধী লোকজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে বিভক্তি সৃষ্টি এবং তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমরা অবশ্যই তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেবো না।”#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন