গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই; আজ ৩৫ ফিলিস্তিনি শহীদ
(last modified Fri, 03 Jan 2025 13:29:42 GMT )
জানুয়ারি ০৩, ২০২৫ ১৯:২৯ Asia/Dhaka
  • ধ্বংসপ্রাপ্ত গাজা
    ধ্বংসপ্রাপ্ত গাজা

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আজ (শুক্রবার) আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এর মধ্যে গাজা উপত্যকার মধ্যাঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণে অন্তত ১৯ জন শহীদ হয়েছেন। বাকিরা অন্যান্য এলাকায় শহীদ হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরো ৭০ জন শহীদ হন।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাাইলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪বার বিমান হামলা চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার ওপ  ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শহীদ এবং লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন