হুথি আনসারুল্লাহ নেতার হুঁশিয়ারি
শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ অভিবাসীদের ইসরাইল ত্যাগ করতে হবে: ইয়েমেন
ইহুদিবাদী ইসরাইলের অবৈধ অধিবাসীদেরকে রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরাইল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন। সানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলবিরোধী হামলা বন্ধ করবে না।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল-আসাদ গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি বলেন, “ইসরাইলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায়।”
ইয়েমেনের এই পদস্থ কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী বাহিনী যতদিন গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। হিজাম আল-আসাদ বলেন, “আমরা গাজাকে একা ছেড়ে যাবো না।”
এর আগে ইয়েমেনের এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাতে ইসরাইল ও তার সহযোগী ইঙ্গো-মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ যতদিন আক্রান্ত হবে ততদিন ইসরাইল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিস্ময়কর সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে।
আনসারুল্লাহ নেতা বলেন, ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আমাদের সামরিক অভিযান চলবে। তিনি বলেন, ইয়েমেনের হামলা বন্ধ করতে চাইলে গাজায় গণহত্যা বন্ধ করার পাশাপাশি এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। #
পার্সটুডে/এসআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।