'ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম শত্রুর হিসাব-কিতাবে বড় পরিবর্তন আনবে'
https://parstoday.ir/bn/news/event-i145814-'ইরানের_নতুন_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_বিধ্বংসী_সিস্টেম_শত্রুর_হিসাব_কিতাবে_বড়_পরিবর্তন_আনবে'
ইরান শিগগিরই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা ও উন্মোচন করবে বলে খবর দিয়েছেন দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা। তিনি এ সম্পর্কে বলেছেন,  নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুর হিসাব-কিতাবে বড় ধরনের পরিবর্তন আনবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১৭:৫৫ Asia/Dhaka
  • ইরানের নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি আরমান বা আকাঙ্ক্ষা নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম
    ইরানের নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি আরমান বা আকাঙ্ক্ষা নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম

ইরান শিগগিরই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা ও উন্মোচন করবে বলে খবর দিয়েছেন দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা। তিনি এ সম্পর্কে বলেছেন,  নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুর হিসাব-কিতাবে বড় ধরনের পরিবর্তন আনবে।

কমান্ডার দাউদ শেইখিয়ান এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন, এফ-৩৫ ও এফ-২২ জঙ্গি বিমানকে রাডারের মাধ্যমে শনাক্ত করা খুব কঠিন, কিন্তু ইরানের স্থানীয় সক্ষমতা ও বিমান প্রতিরক্ষা সামগ্রীর ব্যাপক অগ্রগতির আলোকে এইসব বিমান শনাক্ত করার ব্যাপারে আমাদের কর্মসূচি রয়েছে।

তিনি এ প্রসঙ্গে 'নয় দেই' নামক ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে আরও বলেছেন, ইরানের 'তিন খোরদাদ' ও 'দেজফুল' নামক বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলোর পাশাপাশি এই সিস্টেমটি বিমান প্রতিরক্ষা মহড়ায় দেখিয়ে দিয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংসের ইসরাইলি দাবি মিথ্যা।  

সম্প্রতি ইরানে সশস্ত্র বাহিনীগুলোর সামরিক মহড়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নানা ইউনিটের অনুশীলন চালানো হয় এবং এতে ইরানের সশস্ত্র বাহিনী কল্পিত শত্রু হিসেবে ভূমিকা রাখে, অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনী হিসেবে ভূমিকা রেখেছে। মহানবী -১৯ শীর্ষক এ মহড়ায় আত্মঘাতী ড্রোনের হামলা প্রতিরোধের কৌশল অনুশীলনসহ নানা গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করা হয়েছে বলে জনাব শেইখিয়ান জানান  #

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।