পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়
https://parstoday.ir/bn/news/event-i145864-পশ্চিম_এশিয়া_অঞ্চলের_সকল_মার্কিন_স্থাপনা_ইরানি_ক্ষেপণাস্ত্রের_আওতায়
পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলোসহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১২, ২০২৫ ১০:১২ Asia/Dhaka
  • \\\'দ্য গ্রেট প্রফেট-১৯\\\' সামরিক মহড়ার একটি দৃশ্য
    \\\'দ্য গ্রেট প্রফেট-১৯\\\' সামরিক মহড়ার একটি দৃশ্য

পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলোসহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।  

তিনি আরো বলেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

জেনারেল হায়দারি গতকাল (শনিবার) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের আইন আল-আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরাইলের বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোনো সেনাবাহিনীর ছিল না।  

ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি

ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতাও ইরানের রয়েছে।

শত্রু  ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি। তিনি বলেন, শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়।

যেকোনো হুমকি মোকাবিলায় সব সময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জেনারেল হায়দারি বলেন, তিনি শত্রুর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক যেকোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান।

আমেরিকা ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করার পর ওই মাসেই আইন আল-আসাদ সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এছাড়া, গত ১৫ মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর গণহত্যা চলাকালে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুইবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে তেহরান।#

 পার্সটুডে/এমএমআই/এমএআর/১২