রুশ-বিরোধী নিষেধাজ্ঞা জার্মানির কোম্পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছে
(last modified Mon, 13 Jan 2025 03:53:20 GMT )
জানুয়ারি ১৩, ২০২৫ ০৯:৫৩ Asia/Dhaka
  • চ্যান্সেলর প্রার্থী সারা ওয়াগেনেক্ট
    চ্যান্সেলর প্রার্থী সারা ওয়াগেনেক্ট

জার্মানির বামপন্থী বিএসডাব্লিউ পার্টির প্রধান এবং অন্যতম চ্যান্সেলর প্রার্থী সারা ওয়াগেনেক্ট বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জার্মানির কোম্পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং তাতে ফুলে ফেঁপে উঠছে আমেরিকার অর্থনীতির। গতকাল (রোববার) এক নির্বাচনী সমাবেশ দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি।

আগামী মাসে জার্মানিতে চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ উপলক্ষে গতকাল ওই সমাবেশের আয়োজন করা হয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের মতো সারা ওয়াগেনেক্ট রাশিয়াকে দোষারোপ করা থেকে বিরত থাকেন। 

তিনি সুস্পষ্ট করে বলেন, নৈতিকভাবে এই নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই, এর সাথে মানবাধিকারের কোনো সম্পর্ক নেই, এই নিষেধাজ্ঞার সাথে শান্তি এবং ভালোবাসারও কোনো সম্পর্ক নেই। এটি শুধু মার্কিন অর্থনীতিকে মোটাতাজা করা এবং জার্মানি ও ইউরোপীয় কোম্পানিগুলোকে ধ্বংস করার কর্মসূচি। 

সারা ওয়াগেনেক্ট জার্মানির জন্য আবার রাশিয়া থেকে গ্যাস আমদানি করার আহ্বান জানান। তিনি বলেন, “রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক রাখার মানদণ্ড হওয়া উচিত কম মূল্যে জ্বালানি আমদানি এবং এ ব্যাপারে কোনো রকমের দ্বৈত নীতি গ্রহণ না করা।”

বিশ্বব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের যে নীতি গ্রহণ করেছে আমেরিকা তার কঠোর সমালোচনা করেন জার্মানির বামপন্থী এ নেতা। তিনি বলেন, জার্মানির কোনমতেই আমেরিকার করদ রাজ্যে পরিণত হওয়া উচিত নয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩