ভয়াবহ আশংকার কথা জানালেন বাইডেন
'উগ্রপন্থী' ইউক্রেনীয়রা কিয়েভে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিল!
-
ভয়াবহ আশংকার কথা জানালেন বাইডেন
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩ সালে কিয়েভ সফরের সময় ইউক্রেনীয় উগ্রবাদীদের হাতে নিহত হওয়ার আশঙ্কা করেছিলেন। শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসিতে সম্প্রচারিত লরেন্স ও'ডোনেলের সাথে এক সাক্ষাৎকারে বাইডেন একথা জানান।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর এক বছর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাইডেন কিয়েভে একটি অঘোষিত সফর করেছিলেন। পরে জানা যায়, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তথ্য নিয়ে বাইডেনের গুরুত্বপূর্ণ সহযোগীদের একটি ‘ঘনিষ্ঠ বলয়’ কয়েক মাস ধরে গোপনে এই সফরের পরিকল্পনা করে।
সাক্ষাৎকারে বাইডেন দাবি করেন, কিয়েভ সফরের সময় তাকে হত্যা-চেষ্টার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তবে, তিনি জানান, “এই হুমকি মস্কো থেকে আসেনি, বরং "ইউক্রেনের অভ্যন্তরে উগ্রপন্থী গোষ্ঠী থেকে এসেছে। তারা সম্ভবত রাশিয়া সরকারের সাথে সহযোগিতা করছে।”
বাইডেন জানান, "নিরাপত্তার কারণে সবাই আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম পুতিন আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার সাহস করবেন না।”
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, "আমি চিন্তিত ছিলাম যে, ইউক্রেনের মধ্যে একটি উগ্রপন্থী গোষ্ঠী যারা রাশিয়ানদের সাথে কাজ করছিল, তারা কী করার চেষ্টা করতে পারে।" তিনি বলেন, ওই সফরকে ঘিরে যে গোপনীয়তা রক্ষা করা হয় তার পেছনে এটিই ছিল মূল কারণ।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।