প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i146164-প্রতিরোধ_ফ্রন্ট_এক_মুহূর্তের_জন্যও_থেমে_থাকবে_না_ইরানের_সর্বোচ্চ_নেতা
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ১৫ মাস-ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৫ ১৪:৫৬ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ১৫ মাস-ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি গতকাল (সোমবার) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ প্রশংসা করেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরাইলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই এক্স পোস্ট প্রকাশিত হয়।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এক্স পোস্টে বলা হয়, “গাজার অধিবাসীরা পবর্তের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন।” এতে আরো বলা হয়, “ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্যও থেমে যাবে না।”

গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ গাজায় আগ্রাসী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। এরপর হামাসের প্রতিরোধ যুদ্ধে ভাটা পড়ার পরিবর্তে ইসরাইল বিরোধী যুদ্ধ আরো চাঙ্গা হয়ে উঠেছিল।

ইরানের সর্বোচ্চ নেতার এক্স পোস্টের শেষে বলা হয়েছে, “হামাস বেঁচে আছে এবং বেঁচে থাকবে অবিরাম।”

আয়াতুল্লাহ খামেনেয়ীর এক্স পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ফিলিস্তিনিদের উল্লাসের পাশাপাশি ইসরাইলিদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের কিছু সফল অভিযানের ভিডিও সংযুক্ত করা হয়।#

 পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।