হামাসের বিরুদ্ধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইসরাইলি সেনাপ্রধানের পদত্যাগ
(last modified Wed, 22 Jan 2025 05:24:38 GMT )
জানুয়ারি ২২, ২০২৫ ১১:২৪ Asia/Dhaka
  • হামাসের বিরুদ্ধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইসরাইলি সেনাপ্রধানের পদত্যাগ

ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান লে. জেনারেল হার্জি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় গ্রহণ করে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।

তিনি  গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজকে নিজের পদত্যাগের কথা জানিয়ে বলেছেন, আগামী ৬ মার্চ পদত্যাগের এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিজের পদত্যাগপত্রে জেনারেল হালেভি লিখেছেন, “প্রতিদিন, প্রতি মুহূর্তে এই ব্যর্থতার দায় আমাকে তাড়িয়ে বেড়ায়। বাকি জীবন আমাকে এই দায় বয়ে বেড়াতে হবে।”

জেনারেল হালেভির পদত্যাগের ঘোষণা প্রচারিত হওয়ার কিছুক্ষণ পর ইসরাইলি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান ইয়েরোন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন।

এদিকে ইসরাইলের সরকার বিরোধী দল ইসরায়েল বেইতেনুর প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এভিডগোর লিবারম্যান বলেছেন, জেনারেল হালেভির পদাঙ্ক অনুসরণ করে নেতানিয়াহুর উচিত তার গোটা মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের দক্ষিণাঞ্চলে আল-আকসা তুফান অভিযান চালায়। তাদের অভিযানে ইসরাইলের প্রায় ১২০০ সামরিক ব্যক্তি নিহত হয় এবং প্রায় ২৫০ ইহুদিবাদীকে পণবন্দি করে গাজায় নিয়ে আসা হয়।

২০২৩ সালেরই নভেম্বরে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি করে ১০৫ পণবন্দিকে ছাড়িয়ে নেয় তেল আবিব। কিন্তু এরপর আরো ১৪ মাস গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস এবং গোটা উপত্যকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো পণবন্দিকে মুক্ত করতে পারেনি ইহুদিবাদী সরকার।

শেষ পর্যন্ত গত বুধবার প্রধানত হামাসের শর্ত মেনে নিয়েই তাদের সঙ্গে আবার যুদ্ধবিরতি চুক্তি করে বাকি পণবন্দিদের উদ্ধার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তেল আবিব। জেনারেল হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযান ঠেকাতে ব্যর্থতার কথা মুখে স্বীকার করলেও আসলে ইসরাইল গত ১৫ মাসের যুদ্ধেও পরাজিত হয়েছে। ফলে প্রকৃত অর্থে দু’টি ব্যর্থতার দায় নিয়েই সরে যাচ্ছেন জেনারেল হালেভি। #

পার্সটুডে/এসআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।