অর্থমন্ত্রী হেম্মাতির ঘোষণা
‘ট্রাম্পের ভয়ে ইরান ভীত নয়, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী আব্দুননাসের হেম্মাতি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী আব্দুননাসের হেম্মাতি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা নেয়া হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকারে হেম্মাতি এসব কথা বলেছেন। তিনি বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠুর ও কঠোর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তার অভিজ্ঞতা ইরানের আছে এবং কিভাবে এই চাপ মোকাবেলা করতে হয়- ইরান তা জানে।
অর্থমন্ত্রী হেম্মাতি বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের তেল বিক্রির অর্থের পরিমাণ ৭০০ থেকে ৮০০ কোটি ডলারে নেমে গিয়েছিল কিন্তু তেহরান তা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং মার্কিনিরা তাদের প্রতিশ্রুত ঘোষণা অর্জনে ব্যর্থ হয়। শুধু তাই নয়, ট্রাম্পের পর জো বাইডেনের প্রশাসন স্বীকার করেছিল যে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে, এটা তাদের নিজেদের স্বীকারোক্তি ছিল।
সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেছেন তবে ইরানের বিরুদ্ধে আবারো তিনি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করবেন কিনা সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। এ প্রসঙ্গে ইরানের অর্থমন্ত্রী বলেন, “আমরা আশা করব মার্কিন কর্মকর্তারা আরো বেশি যৌক্তিকভাবে সবকিছু চিন্তা করবেন এবং উত্তেজনা বেড়ে যায় এমন পদক্ষেপ থেকে দূরে থাকবেন। তবে ট্রাম্পের ক্ষমতায় আসার কারণে ইরান মোটেই ভীত নয় বরং যেকোন পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি।”#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।