কোনো দেশের ওপর দোষ চাপিয়ে দেওয়াটা আইন বিরোধী কাজ: ইরান
https://parstoday.ir/bn/news/event-i146256
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে কিউবার বিরুদ্ধে মার্কিন অভিযোগের পুনরাবৃত্তির নিন্দা জানিয়ে বলেছেন, কিউবাকে সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় অন্তর্ভূক্তি বেআইনি, এ সংক্রান্ত মার্কিন দাবি ভিত্তিহীন এবং অযৌক্তিক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৫ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি হামানে
    ইসমাইল বাকায়ি হামানে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে কিউবার বিরুদ্ধে মার্কিন অভিযোগের পুনরাবৃত্তির নিন্দা জানিয়ে বলেছেন, কিউবাকে সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় অন্তর্ভূক্তি বেআইনি, এ সংক্রান্ত মার্কিন দাবি ভিত্তিহীন এবং অযৌক্তিক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বৃহস্পতিবার আরও বলেছেন, সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় আবারও কিউবার নাম যুক্ত করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ভিত্তিহীন তালিকা তৈরির মাধ্যমে স্বেচ্ছাচারী ও মানহানিকর পদক্ষেপ নিয়েছে। অবশ্য স্বাধীন দেশগুলোকে অবজ্ঞা করার ক্ষেত্রে আমেরিকা সব সময় অগ্রগামী ছিল।

বাকায়ি হামানেহ আমেরিকার এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে বলেন, স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অজুহাত তৈরি করতেই এ ধরণের তালিকা তৈরি করে আমেরিকা।  

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্যের এমন একতরফা পদক্ষেপ কেবল কিউবার জনগণের মৌলিক মানবাধিকারই লঙ্ঘন করছে না বরং আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসনকে আরও দুর্বল করে দিচ্ছে। এ ধরণের তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে।

সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দেশগুলোর তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত বাতিল করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাত্র এক সপ্তাহ আগেই বাইডেন প্রশাসন সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে কিউবার নাম বাদ দিয়েছিল।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।