‘আমেরিকার পক্ষে লড়াই করেছে আল-কায়েদা’
সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা: নয়া গোয়েন্দা প্রধানের স্বীকারোক্তি
-
তুলসী গ্যাবার্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, সিরিয়ায় আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিদের প্রশিক্ষণ ও সমরাস্ত্র দিতে ৫০ কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে মার্কিন সরকার।
ট্রাম্পের মনোনীত মার্কিন গোয়েন্দা প্রধান পদে নিয়োগ চূড়ান্ত করার শুনানির সময় শুক্রবার এমন অভিযোগ করে গ্যাবার্ড।
তিনি বলেন, আমেরিকার ‘টিম্বার সাইকামোর’ প্রোগ্রামের অধীনে সিরিয়ায় আল-কায়েদাকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়। বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সাবেক সিরিয়া সরকারকে উৎখাত করার লক্ষ্যে ওই প্রোগ্রাম হাতে নিয়েছিল সিআইএ।
গ্যাবার্ড তার বক্তব্যের সমর্থনে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের পক্ষ থেকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে লেখা একটি চিঠির উদ্ধৃতি তুলে ধরেন। ওই চিঠিতে বলা হয়েছে, সিরিয়ায় আল-কায়েদা আমেরিকার পক্ষে লড়াই করছে।
তুলসী গ্যাবার্ড শুনানিতে আরো বলেন, সিরিয়ার বর্তমান সরকার পরিচালনাকারী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস, আল-কায়েদা থেকে বেরিয়ে যাওয়া একটি জঙ্গি গোষ্ঠী এবং এটি সেদেশের ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে।
গ্যাবার্ডের এসব বক্তব্যের জবাবে মার্কিন সিনেটর মার্ক কেলি অভিযোগ করেছেন, গ্যাবার্ড ইরানের পক্ষ থেকে বহু বছর ধরে উত্থাপিত অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। #
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।