ইরানের সামরিক সরঞ্জামের ৯০ শতাংশই দেশে তৈরি: জেনারেল বাকেরি
-
বাকেরি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের ৯০ শতাংশই দেশের ভেতরেই উৎপাদিত হয়।
তিনি আজ (বৃহস্পতিবার) সকালে পারস্য উপসাগরে ড্রোনবাহী রণতরী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
জেনারেল বাকেরি আরও বলেন, অন্য কোনো জাতি হলে নিষেধাজ্ঞার কারণে ধসে পরত, কিন্তু ইরানি জাতি উল্টো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং সামরিক ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা সম্পূর্ণ ব্যতিক্রমী।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ড্রোনবাহী রণতরীর প্রতি ইঙ্গিত করে বলেন, এই জাহাজটি সাগরে নিজেদের এবং অন্যদের স্বার্থ রক্ষা করবে।
মেজর জেনারেল বাকেরি বলেন, ইরানের সামরিক ক্ষমতা কোনও প্রতিবেশীর বিরুদ্ধে নয়। আঞ্চলিক দেশসহ বিশ্বের অনেক দেশের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দিন দিন এই সম্পর্ক জোরদার হচ্ছে।
আজ (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্রবন্দর বন্দর আব্বাসে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার 'শহীদ বাহমান বাকেরি' নামের একটি ড্রোনবাহী রণতরী উদ্বোধন করা হয়েছে। #
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।