আমেরিকার চাপের মুখে আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i146910
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আবারও বলেছেন, তার দেশ আমেরিকার চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বক্তব্য উদ্ধৃত করেন যেখানে তিনি বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে যেকোনো আলোচনা হতে হবে যুক্তির ভিত্তিতে ও কৌশলগত কারণে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:৪৬ Asia/Dhaka
  • আমেরিকার চাপের মুখে আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আবারও বলেছেন, তার দেশ আমেরিকার চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বক্তব্য উদ্ধৃত করেন যেখানে তিনি বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে যেকোনো আলোচনা হতে হবে যুক্তির ভিত্তিতে ও কৌশলগত কারণে।

ইসলামি বিপ্লবের ৪৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে সোমবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানের শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন আরাকচি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আলোচনার প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছু নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো বিদেশি শক্তি যেন এদেশের জনগণ ও নেতাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্যই ইরানে ইসলামি বিপ্লব হয়েছে।”

আরাকচি বলেন, “আমাদের পররাষ্ট্রনীতির সারকথা হচ্ছে ‘না প্রাচ্য, না পাশ্চাত্য,’ এর অর্থ হচ্ছে সকল বিশ্বের সকল শক্তির আধিপত্যমুক্ত হওয়া, বিচ্ছিন্নতা নয়।”

তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন সরকার চুক্তি করে তা ভঙ্গ করে বলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান বিশ্বাসই করে না। তিনি বলেন, এর আগে ইরান সুধারণা পোষণ করে পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করেছিল কিন্তু অপর পক্ষ সে চুক্তি ভঙ্গ করেছে এবং এক সময় তা থেকে বেরিয়ে গেছে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু চুক্তি সই করেছিল তা শুরু থেকেই বাস্তবায়ন করেনি আমেরিকা। এরপর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথমবারের শাসনামলে, ২০১৮ সালে, ওই চুক্তি থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেন। এখন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে দাবি করেছেন, তিনি ইরানের সঙ্গে আবার চুক্তি সই করার জন্য আলোচনায় বসতে চান। কিন্তু তেহরান তার এ প্রস্তাব নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।