জার্মানিতে নিরাপত্তা সম্মেলনের আগে গাড়ি হামলা; আহত ২০
https://parstoday.ir/bn/news/event-i146998-জার্মানিতে_নিরাপত্তা_সম্মেলনের_আগে_গাড়ি_হামলা_আহত_২০
জার্মানির মিউনিখে গাড়ি হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মিউনিখ শান্তি সম্মেলনের আগে এই হামলা হলো। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১৯:১০ Asia/Dhaka
  • জার্মানিতে নিরাপত্তা সম্মেলনের আগে গাড়ি হামলা; আহত ২০

জার্মানির মিউনিখে গাড়ি হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মিউনিখ শান্তি সম্মেলনের আগে এই হামলা হলো। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা কি না, সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, গাড়িচালককে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।

দমকল বাহিনীর বরাতে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আহতদের মধ্যে শিশু রয়েছে। মেয়র ডিটার রাইটার ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

ঘটনার সময় সেখানে সেবা খাতের কর্মীদের সংগঠনের একটি বিক্ষোভ চলছিল। তবে আহতদের মধ্যে কোনও বিক্ষোভকারী রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগামীকাল থেকে মিউনিখে তিন দিনের নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা নীতির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। আজকের গাড়ি হামলাটি এই সম্মেলনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।