মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসী লালনকারী: সাইয়্যেদ আহমাদ খাতামি
-
সাইয়্যেদ আহমাদ খাতামি
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: বিপ্লব বার্ষিকীর মিছিলে জনগণ স্বতস্ফূর্তভাবে যোগ দিয়ে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ট্রাম্পকে যথাযোগ্য জবাব দিয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আজ জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন: বিজয় বার্ষিকীতে ইরানি জনগণের আনন্দ ও আবেগঘন মিছিলের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও ঐক্যের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। কয়েক মিলিয়ন মানুষ ওই মিছিলে যোগ দিয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্ডের বক্তব্য প্রসঙ্গে বিশিষ্ট এই আলেম বলেন: ইরানের ওপর সর্বাধিক চাপ প্রয়োগের বিষয়টি আজ বা গতকালের নয়। আপনারা ৪৫ বছর ধরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আসছেন। কিন্তু ওইসব চাপ প্রয়োগ করে কিছুই করতে পারেন নি। উল্টো ইরানি জাতি সর্বোচ্চ ঘৃণার সাথে 'আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তেহরানের জুমার নামাজের ইমাম আমেরিকার নেতাদের উদ্দেশে বলেন: তোমরাই সন্ত্রাসবাদ লালনকারী, সন্ত্রাসীদের মোকাবেলাকারী লেবাননের হিজবুল্লাহ নয়। তোমরা গাজার জনগণের ওপর হাজার হাজার টন বোমা ফেলেছো।
গাজা সম্পর্কে ট্রাম্পের অবস্থান নিয়ে আয়াতুল্লাহ খাতামি আরও বলেন: গাজার জনগণকে বাস্তুচ্যুত করার বিষয়ে কুরআনের ভাষ্য হলো এটা সুস্পষ্ট নিপীড়ন। ১৫ মাসের যুদ্ধে যাদেরকে বাস্তুচ্যুত করা সম্ভব হয় নি, তাদেরকে আর নিজের ভিটেমাটি ছাড়া করা সম্ভব নয়।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।