‘ইরান বন্ধুপ্রতীম দেশ’- ইসরাইলি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে বলল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i147072-ইরান_বন্ধুপ্রতীম_দেশ’_ইসরাইলি_হস্তক্ষেপ_প্রত্যাখ্যান_করে_বলল_হিজবুল্লাহ
ইরানকে লেবাননের বন্ধুপ্রতীম দেশ হিসেবে ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সম্প্রতি ইসরাইলি হুমকি ও চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছে সংগঠনটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:২৩ Asia/Dhaka
  • বৈরুতে মিছিল
    বৈরুতে মিছিল

ইরানকে লেবাননের বন্ধুপ্রতীম দেশ হিসেবে ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সম্প্রতি ইসরাইলি হুমকি ও চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছে সংগঠনটি।

হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের উপ প্রধান মাহমুদ কামাতি গতকাল (শনিবার) রাজধানী বৈরুতে এক বিক্ষোভ সমাবেশে দেয়া ভাষণে বলেন, “ইরান আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র।” লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইলি হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ইরান এয়ারের বৈরুতগামী দু’টি ফ্লাইট বাতিল করা হয়। ওইসব ফ্লাইটে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জন্য অর্থ সরবরাহ করা হবে- তেল আবিবের এমন দাবির পরিপ্রেক্ষিতে লেবাননের পরিবহণ মন্ত্রী ফ্লাইট দু’টি বাতিল করার নির্দেশ দেন।

ইরান ও লেবাননের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মাহমুদ কামাতি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান দুঃখের দিনের বন্ধু হিসেবে কোনো পূর্বশর্ত আরোপ ছাড়াই লেবাননকে সহযোগিতা করেছে।  

হিজবুল্লাহর এই শীর্ষস্থানীয় নেতা লেবানন সরকারকে উদ্দেশ করে বলেন, “আপনারা যদি আত্মসমর্পণের পথও বেছে নেন, লেবাননের জনগণ কখনোই আমেরিকা ও ইসরাইলের কাছে আত্মসম্মান বিসর্জন দেবে না।”

তিনি বলেন, “আমরা আমেরিকার দখলদারিত্বে থাকতে রাজি নই। আমরা ধৈর্যশীল তবে আমাদের ধৈর্যের সীমা রয়েছে।” তিনি ইরানি ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপকে লেবাননের জন্য অবমাননাকর আখ্যায়িত করে বলেন, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, বৈরুতের ওপর ইসরাইল ও আমেরিকার নির্দেশ চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি অবিলম্বে এ পরিস্থিতির অবসান কামনা করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬