ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনার প্রত্যর্পণ চান
(last modified Mon, 17 Feb 2025 13:15:04 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৯:১৫ Asia/Dhaka
  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনার প্রত্যর্পণ চান

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চান বলে একটি জনমত জরিপে বলা হয়েছে। ওই আট রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ক্ষমতায় রয়েছে।  

ভারতে আশ্রিত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার মামলায় বিচার চলছে। তার ফাঁসির দাবিও উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে বার্তা পাঠানো হয়েছে। এই বার্তায় ভারত সাড়া দেবে কি না- এমন প্রেক্ষাপটে ইন্ডিয়া টুডে এনই একটি জনমত সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় দেখা গেছে- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ৫৫ শতাংশ মানুষ চাইছেন- শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক।

বাংলাদেশের সীমান্ত লাগোয়া উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো হলো- অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। আর বাকি রাজ্যগুলো তথা মণিপুর, সিকিম ও নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে বাংলাদেশের পরোক্ষ যোগাযোগ রয়েছে।

ইন্ডিয়া টুডে এনই'র জনমত সমীক্ষায় জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার বিষয়ে আপনার মতামত কী? এই প্রশ্নের উত্তর ছিল তিনটি।

 ১. ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে।’ এই উত্তরের পক্ষে ভোট দিয়েছেন ২৩ শতাংশ উত্তর-পূর্বাঞ্চলবাসীর। আর সমগ্র ভারতে ৩৭ দশমিক ৬ শতাংশ।

২. ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে (শেখ হাসিনা) ফেরত পাঠানো উচিত।’ এই মতের পক্ষে ভোট দিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ বাসিন্দা এবং সমগ্র দেশে ২১ দশমিক ১ শতাংশ জন।

৩. ‘তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলে দেওয়া উচিত’—এই মতের পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলোর ১৬ শতাংশ এবং সমগ্র দেশে ২৯ দশমিক ১ শতাংশ।#

পার্সটুডে/এমএআর/১৭