ইউক্রেনের অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/event-i147218-ইউক্রেনের_অভিবাসীদের_আবেদনপত্র_গ্রহণ_স্থগিত_করল_আমেরিকা
ইউক্রেন এবং লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করেছে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেনের সময়কার কিছু প্রকল্পের আওতায় এসব দেশ থেকে আমেরিকায় আসা অভিবাসন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইউক্রেনের অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করল আমেরিকা

ইউক্রেন এবং লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করেছে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেনের সময়কার কিছু প্রকল্পের আওতায় এসব দেশ থেকে আমেরিকায় আসা অভিবাসন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তা এবং একটি অভ্যন্তরীণ নথির বরাতে সিবিএস নিউজ বলছে, জালিয়াতি ও নিরাপত্তা উদ্বেগের শঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাইডেনের ‘ইউনাইটিং ফর ইউক্রেন’ নীতির আলোকে ইউক্রেনের প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিককে স্বাগত জানিয়েছিল মার্কিন সরকার। তাদের অনেকেই অভিবাসন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করেছেন এবং এতে তারা আমেরিকায় বৈধভাবে বসবাস করতে পারবেন কিংবা স্থায়ী হতে পারবেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা অভিবাসীদের যাচাই-বাছাই প্রক্রিয়া খতিয়ে দেখছেন। এই সময়ে অভিবাসীদের আবেদনপত্র গ্রহণের ওপর স্থগিতাদেশ কার্যকর থাকবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধের প্রশ্নে যখন আমেরিকা ব্যাপক চেষ্টা চালাচ্ছে তখন এই খবর দিল সিবিএস নিউজ। যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন