নিউ ইয়র্ক টাইমস আবু মারজুকের বক্তব্য বিকৃত করায় হামাসের প্রতিবাদ
(last modified Wed, 26 Feb 2025 04:57:40 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:৫৭ Asia/Dhaka
  • নিউ ইয়র্কের ম্যানহাটনে নিউ ইয়র্ক পত্রিকার অফিস
    নিউ ইয়র্কের ম্যানহাটনে নিউ ইয়র্ক পত্রিকার অফিস

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস হামাস নেতা মূসা আবু মারজুকের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে ফিলিস্তিনের এই ইসলামি প্রতিরোধ আন্দোলন জানিয়েছে। হামাস বলেছে, মারজুকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার মূল বক্তব্য বাদ দিয়ে দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস সোমবার হামাসের সিনিয়র নেতা মূসা আবু মারজুকের সাক্ষাৎকারভিত্তিক একটি নিবন্ধে একথা লিখেছে যে, মারজুক বলেছেন, ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় ইসরাইলের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কথা জানা থাকলে তিনি ওই অভিযানে সম্মতি দিতেন না।

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার সারাবিশ্বের গণমাধ্যমে মূসা আবু মারজুকের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয়।

এর প্রতিক্রিয়ায় হামাস মঙ্গলবার গাজায় এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে আবু মারজুকের সঠিক বক্তব্য তুলে ধরা হয়নি এবং তিনি যা বলতে চেয়েছেন তা ফুটিয়ে তোলা হয়নি।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আবু মারজুক একথা নিশ্চিত করেছেন যে, ইসরাইলের দখলদারিত্ব, অবরোধ ও অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছে। আবু মারজুক তার সাক্ষাৎকারে আরো বলেছেন, উগ্র ইহুদিবাদী ইসরাইল সরকার গাজা উপত্যকায় ভয়ঙ্কর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে।

বিবৃতিতে বলা হয়, আবু মারজুক নিউ ইয়র্ক টাইমকে আরো বলেছেন, সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে মাতৃভূমি মুক্ত করার অবস্থান থেকে হামাস সরে যাবে না। তিনি বলেন, যতদিন দখলদার ইসরাইল আমাদের ভূমিতে অবৈধ দখলদারিত্ব বজায় রাখবে ততদিন অস্ত্র সমর্পণ কিংবা পরাজয় স্বীকার করা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।