ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু
https://parstoday.ir/bn/news/event-i147510-ইসরাইল_ও_হামাসের_মধ্যে_গাজা_যুদ্ধবিরতির_দ্বিতীয়_পর্যায়_নিয়ে_আলোচনা_শুরু
অবশেষে ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আলোচনা শুরু হয়েছে বলে খবর দিয়েছে মিশর। দেশটির রাষ্ট্রীয় তথ্য সার্ভিস বৃহস্পতিবার রাতে জানিয়েছে, দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আলোচনা শুরু করতে ইসরাইল, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু

অবশেষে ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আলোচনা শুরু হয়েছে বলে খবর দিয়েছে মিশর। দেশটির রাষ্ট্রীয় তথ্য সার্ভিস বৃহস্পতিবার রাতে জানিয়েছে, দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের আলোচনা শুরু করতে ইসরাইল, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন।

ওই সার্ভিস এক বিবৃতিতে আরো জানিয়েছে, এরইমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের নিবিড় আলোচনা শুরু করেছে। এর আগে তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রাথমিক সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে এ আলোচনা শুরু হয়েছে।

সেইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর উপায় নিয়েও কায়রো বৈঠকে আলোচনা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার, দিনের শুরুতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাইডিওন সার বলেছিলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হতে যখন আর দু’দিন বাকি তখন এটির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানো যায় কিনা তা খতিয়ে দেখতে একটি ইসরাইলি প্রতিনিধিদল কায়রো গেছে।

সার বলেন, তারা প্রতি সপ্তাহে হামাসের পক্ষ থেকে তিন ইসরাইলি পণবন্দিকে মুক্ত করার শর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন।

গাজায় গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির ৪২ দিনব্যাপী প্রথম পর্যায়ের মেয়াদ আগামীকাল শনিবার শেষ হচ্ছে। তবে সার্বিক সমঝোতা অনুযায়ী আরো কয়েক সপ্তাহ আগে এটির মেয়াদ বাড়ানোর আলোচনায় বসার কথা ছিল।

কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রী আলোচনায় বসতে গড়িমসি করেন এবং প্রথম পর্যায় শেষ হলেই গাজায় আবার আগ্রাসন চালানোর হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তিনি বিষয়টি নেতানিয়াহুর ওপর ছেড়ে দিয়েছেন; ইসরাইলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াক বা যুদ্ধ শুরু করুক উভয় ক্ষেত্রে ওয়াশিংটনের সম্মতি রয়েছে। এর ফলে যখন যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল তখন দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হলো।

গাজা উপত্যকায় এখনও ৫৮ জন ইহুদিবাদী পণবন্দি আটক রয়েছে। তেল আবিব দাবি করছে, এদের মধ্যে ৩৪ জনই নিহত হয়েছে। হামাস বলেছে, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হলে তারা অবশিষ্ট সব পণবন্দিকে একসঙ্গে ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এমএমআইজিএআর/ ২৮