আমেরিকার দেয়া বেশিরভাগ আব্রামস ট্যাংক হারিয়েছে ইউক্রেনের বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i147662-আমেরিকার_দেয়া_বেশিরভাগ_আব্রামস_ট্যাংক_হারিয়েছে_ইউক্রেনের_বাহিনী
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেনের সেনাবাহিনী আমেরিকার সরবরাহ করা এম-ওয়ান আব্রামস ট্যাংকের বেশিরভাগই হারিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিয়েভের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, আমেরিকার সরবরাহ করা ৩১টি আব্রামস ট্যাংকের মধ্যে সম্মুখ যুদ্ধে ১৯টিই দখল, ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সাথে সংঘাতে ট্যাংকগুলোকে সম্ভাব্য "গেইম চেঞ্জার" হিসেবে বিবেচনা করা হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ১৩:৫১ Asia/Dhaka
  • আমেরিকার দেয়া বেশিরভাগ আব্রামস ট্যাংক হারিয়েছে ইউক্রেনের বাহিনী

মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেনের সেনাবাহিনী আমেরিকার সরবরাহ করা এম-ওয়ান আব্রামস ট্যাংকের বেশিরভাগই হারিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিয়েভের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, আমেরিকার সরবরাহ করা ৩১টি আব্রামস ট্যাংকের মধ্যে সম্মুখ যুদ্ধে ১৯টিই দখল, ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সাথে সংঘাতে ট্যাংকগুলোকে সম্ভাব্য "গেইম চেঞ্জার" হিসেবে বিবেচনা করা হয়েছিল।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ড্রোন এবং কামান হামলা মার্কিন তৈরি ট্যাংকের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণ হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি আরো জানিয়েছে, অবশিষ্ট প্রায় সব ট্যাংকই সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাহার করা হয়েছে।

ওয়াশিংটন ২০২৩ সালের সেপ্টেম্বরে কিয়েভে প্রথম আব্রামস ট্যাংক সরবরাহ করে। এসব ট্যাংক মোতায়েনের কিছুক্ষণ পরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত আব্রামস ট্যাংকের ভিডিও প্রকাশ করতে শুরু করে। এছাড়া, অন্তত একটি ট্যাংক আটক করা হয় এবং আগস্টে মস্কোর ঠিক বাইরে প্যাট্রিয়ট পার্কে অনুষ্ঠিত আর্মি-২০২৪ এক্সপোতে প্রদর্শন করা হয়।

২০২৩ সালের জানুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের কাছে এই ট্যাংক সরবরাহ করার অনুমোদন দেয়ার পর, মার্কিন সংবাদমাধ্যম এগুলোকে "গেইম চেঞ্জার" হিসাবে বর্ণনা করেছিল। একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের শীর্ষ সামরিক গুপ্তচর কিরিল বুদানভ উল্লেখ করেছিলেন যে, ট্যাংকগুলো "যুদ্ধক্ষেত্রে খুব বেশিদিন টিকে থাকবে না" এবং শুধুমাত্র "খুব নির্দিষ্ট, সুপরিকল্পিত অভিযানে" ব্যবহার করা উচিত। ২০২৪ সালের ডিসেম্বরে, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান স্বীকার করেছিলেন, আব্রামস ট্যাংকগুলো ইউক্রেনের জন্য "কার্যকর" ছিল না।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।