আমেরিকার সঙ্গে আলোচনা মানে অপমান মেনে নেয়া: আয়াতুল্লাহ খাতামি
(last modified Fri, 07 Mar 2025 13:07:49 GMT )
মার্চ ০৭, ২০২৫ ১৯:০৭ Asia/Dhaka
  • আহমাদ খাতামি
    আহমাদ খাতামি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেওয়া। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আয়াতুল্লাহ খাতামি আরো বলেন, ইরানি জনগণ আশুরার সংস্কৃতিতে বিশ্বাসী এবং তারা অপমান মেনে নেয় না।

আজকের জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের কথা উল্লেখ করে বলেন, "ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প যেভাবে অপমান করেছেন তা পুরো বিশ্ব দেখেছে। আমেরিকার প্রতি অনুগত সবার জানা উচিৎ এই আচরণ তাদের সঙ্গেও করা হবে। এটা সাম্রাজ্যবাদেরই চরিত্র।"

তেহরানের জুমার নামাজের ইমাম আরো বলেন, "সর্বোচ্চ নেতা যতই বলতেন যে, আমেরিকার সাথে আলোচনা করা সম্মানজনক নয়, কিন্তু কিছু লোককে তা বিশ্বাস করানো যাচ্ছিল না। কিন্তু তারা ট্রাম্পের এই আচরণ দেখার পর স্বীকার করেছেন যে, আমেরিকার সাথে আলোচনা করা ঠিক হবে না। আমেরিকার সাথে আলোচনার অর্থ অপমান, অপদস্থ এবং নিজের সম্মান বিকিয়ে দেওয়া।"#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।