‘জবরদস্তির মুখে আলোচনায় বসবে না তেহরান’
ট্রাম্পের পক্ষ থেকে কোনো চিঠি পায়নি ইরান: পররাষ্ট্রমন্ত্রী
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। তিনি গতকাল (শনিবার) তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা একটি চিঠির কথা শুনেছি কিন্তু সেরকম কিছু আমাদের হাতে পৌঁছায়নি।”
তিনি বলেন, ইরান এর আগে কখনও জবরদস্তির মুখে আলোচনায় বসেনি এবং ভবিষ্যতেও বসবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে আলোচনায় বসতে চান। সেজন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে চিঠি পাঠিয়েছেন।
ইরানি কূটনীতিকদের কাছে সে চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প; যদিও একই দিন জাতিসংঘের ইরান মিশন এরকম কোনো চিঠি হাতে পাওয়ার বিষয়টি অস্বীকার করে।
ট্রাম্প আরো বলেন, তিনি আশা করছেন ইরান আলোচনায় বসতে রাজি হবে, কারণ, এর মধ্যেই তেহরানের স্বার্থ লুকিয়ে আছে। এরপর তিনি তেহরানকে সামরিক হামলার হুমকি দেন।
তবে ট্রাম্পের হুমকি সত্ত্বেও শনিবার তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা নিজেদের আশা-আকাঙ্ক্ষা ইরানের ওপর চাপিয়ে দেয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সাফ জানিয়ে দেন, “নিঃসন্দেহে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছাপূরণ করতে দেবে না।”#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৯