মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i147862-মুক্তি_পেলেন_দক্ষিণ_কোরিয়ার_অভিশংসিত_প্রেসিডেন্ট
মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। গতকাল (শনিবার) তাকে মুক্তি দেয়া হয়েছে। এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২৫ ১৬:৩২ Asia/Dhaka
  • মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। গতকাল (শনিবার) তাকে মুক্তি দেয়া হয়েছে। এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রক্রিয়াগত কারণে আদালতে ইউন সুক ইউলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ঘোষণা করা হলেও তার সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে।

চলতি বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে ইউনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল- গত ৩ ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা করেছেন। মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসিমুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনজীবীদের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউন বলেন, ”আমি এ দেশের জনগণের প্রতি মাথা নত করে কৃতজ্ঞতা জানাই।”

বিচারকরা জানান, এটি প্রযুক্তিগত ও আইনি কারণে অবৈধ ছিল। তবে প্রসিকিউটররা আদালতের এই সিদ্ধান্তকে অন্যায্য বলে আখ্যা দেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার থাকলেও প্রসিকিউশন বিভাগ তা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসিকিউটররা জানান, সংবিধানিক আদালতের রায় এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রসিকিউটর জেনারেল আপিল করার পরিবর্তে ট্রায়াল আদালতে আমাদের যুক্তি তুলে ধরার নির্দেশ দিয়েছেন।#

 পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯