চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসছে
গাজায় ত্রাণ না ঢুকলে ইসরাইল-বিরোধী সামরিক অভিযান শুরুর প্রস্তুতি সম্পন্ন: ইয়েমেন
গাজা উপত্যকায় ত্রাণবহর প্রবেশ করতে না দিলে ইসরাইলবিরোধী হামলা শুরু করার যে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছিল, তা আবার স্মরণ করিয়ে দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ থাকলে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে ইয়েমেন। তিনি এর আগে তেল আবিবকে চারদিনের যে সময়সীমা বেধে দিয়েছিলেন তা শেষ হওয়ার একদিন আগে সোমবার এ হুঁশিয়ারি দিলেন।
হুথি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল-বিরোধী নতুন অভিযান শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের ঘোষিত সময়সীমার মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ না করলে এর পরপরই সামরিক অভিযান শুরু হবে।
হুথি নেতা বলেন, গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টির দায়িত্ব সকল আরব ও মুসলিম দেশগুলোর এবং তাদেরকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু আরব দেশগুলোকে এ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত বলে মনে হচ্ছে না।
গত ১ মার্চ গাজা যুদ্ধবিরতির ৪২ দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়। কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরাইল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় আব্দুল মালিক আল-হুথি গত শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, চারদিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরাইলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না। সে সময়সীমা আজ (মঙ্গলবার) শেষ হতে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।