মার্কিন সরকার মুখে আলোচনায় বসার আহ্বান জানালেও বাস্তবে নিষেধাজ্ঞা আরোপ করছে
(last modified Fri, 14 Mar 2025 12:08:32 GMT )
মার্চ ১৪, ২০২৫ ১৮:০৮ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তুরাবিফার্দ
    ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তুরাবিফার্দ

 পার্স-টুডে-  ইরানের প্রভাবশালী বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তুরাবিফার্দ মার্কিন সরকারের আচরণকে স্ববিরোধিতাপূর্ণ বলে উল্লেখ করে বলেছেন, ইসলামের ফ্রন্ট সাম্রাজ্যবাদীদের হঠকারিতা ও বাড়াবাড়ির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে।

তেহরানের জুমার নামাজের খোতবায় আজ তিনি এই মন্তব্য করেছেন। 

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইরানি জাতি এটা প্রমাণ করেছেন যে তাঁরা বলদর্পি ও দাম্ভিক তথা সাম্রাজ্যবাদী মার্কিন শাসকদের দাম্ভিকতা ও হুমকির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছেন এবং তাঁরা সম্মান ও নিজস্ব নীতির পথ থেকে বিন্দুমাত্রও পিছু হটবেন না। 

সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তুরাবিফার্দ বলেছেন, আপনার আজ মার্কিন শাসকদের পক্ষ থেকে হুমকির কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন, তারা কাজে-কর্মে বা বাস্তবে হুমকি দিচ্ছে অথচ কথায় ও লেখালেখি বা চিঠি-চালাচালিতে আলোচনায় বসার আবেদন জানাচ্ছে-এই দুই ধরনের আচরণ পুরোপুরি স্ব-বিরোধী ও বিপরীতধর্মী! 

তিনি স্মরণ করিয়ে দেন যে ইসলামী জাহান আজ সাম্রাজ্যবাদীদের বাড়াবাড়ি ও বলদর্পিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে এবং নিজেদের ন্যায্য অবস্থান থেকে তাঁরা পিছু হটবেন না। 

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আরও বলেছেন, আজ ইরাক, ফিলিস্তিনি এই সম্মানের প্রতীক এবং বীর ইয়েমেন অবিশ্বাসী তথা কাফেরদের মোকাবেলায় প্রতিরোধের প্রতীক, এ ছাড়াও দুর্বার প্রতিরোধকামী লেবাননও জালিমদের মোকাবেলায় প্রতিরোধের প্রতীক।  #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।