বেইজিং বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে
(last modified Sat, 15 Mar 2025 04:15:51 GMT )
মার্চ ১৫, ২০২৫ ১০:১৫ Asia/Dhaka
  • ত্রিপক্ষীয় বৈঠক
    ত্রিপক্ষীয় বৈঠক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সমস্যা সমাধানে বেইজিংয়ে শুক্রবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আশা প্রকাশ করেছেন।

তিনি ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়াকে ‘সব সমস্যার মূল’ বলে আখ্যায়িত করেছেন।  গতকাল (শুক্রবার) বেইজিংয়ে ইরান, চীন ও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর গরিবাবাদি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ত্রিপক্ষীয় এ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে  আমেরিকার আরোপিত ‘একতরফা ও অবৈধ’ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

শুক্রবারের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন ঘোষণা করে যে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্য পরিচালিত হচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছে তেহরানের নেই।

সেইসঙ্গে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ও এর সম্পূরক প্রটোকল মেনে চলার কারণে রাশিয়া ও চীন তেহরানের প্রশংসা করে। মস্কো ও বেইজিং জোর দিয়ে একথা জানায় যে, এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার অধিকার তেহরানের রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।