ইউক্রেনের সঙ্গে আলোচনার বিষয়বস্তু পুতিনকে জানালেন ট্রাম্প
ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মস্কোয় পুতিনের বৈঠক: স্থায়ী যুদ্ধবিরতির আশাবাদ
-
পুতিন (বামে) ও ট্রাম্পের প্রতিনিধি (ডানে)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন। ওই বৈঠকের মাধ্যমে ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আশা তৈরি হয়েছে।
বৈঠকে ট্রাম্পের কাছে পৌঁছানোর জন্য পুতিনের পক্ষ থেকে একটি বার্তা হস্তান্তর করা হয়। সেইসঙ্গে, সৌদি আরবে সম্প্রতি মার্কিন-ইউক্রেন বৈঠকের ‘বিস্তারিত বিবরণ’ তুলে ধরে ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা পুতিনের হাতে তুলে দেয়া হয়।
মূলত সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার পর দু’দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতি সম্পর্কে মস্কোকে অবহিত করতে উইটকফ রাশিয়া সফর করেন।
ওই যৌথ বিবৃতিতে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্তত হয় ইউক্রেন। এর বিনিময়ে কিয়েভকে আবার সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে রাজি হয় ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে প্রদত্ত ওই সহায়তা ট্রাম্প ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন এবার ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কারণে আবার তা চালু করলেন ট্রাম্প।
এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পুতিনের প্রতিক্রিয়ায় কিছুটা আশা সঞ্চার হয়েছে। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, আশাবাদী হওয়ার কিছু কারণ আছে।
তবে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ‘গুরুত্বপূর্ণ প্রশ্ন’ তুলেছেন এবং এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে চান। তিনি স্পষ্ট করে বলেছেন, শান্তি চুক্তি দীর্ঘমেয়াদে কার্যকর হতে হবে এবং এর মধ্যে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার নিশ্চয়তা থাকতে হবে। #
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।