হাসিনা-রেহানাসহ ২৩ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিলের সময় পেছাল
(last modified Sun, 27 Apr 2025 11:23:26 GMT )
এপ্রিল ২৭, ২০২৫ ১৭:২৩ Asia/Dhaka
  • হাসিনা-রেহানাসহ ২৩ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিলের সময় পেছাল

বাংলাদেশের রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছে আদালত।

আজ(রোববার) ২৭ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। এদিন নির্ধারিত তারিখ থাকলেও সংশ্লিষ্ট থানা থেকে প্রতিবেদন না আসায় নতুন দিন ধার্য করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের কর্মকর্তা, সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুর্নীতি দমন কমিশনের তদন্তে জানা যায়, শেখ হাসিনা স্বজনদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দে অনিয়ম করেন।

১৩ এপ্রিল মামলাগুলোর অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৫ মার্চ দুদক তিনটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে শেখ হাসিনাসহ ২৩ জনকে পলাতক দেখানো হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৭