বিরোধীদের দাবি বিবেচনা করছে সংসদীয় কমিটি
কাশ্মিরের পহেলগাঁও হামলার আবহে সংসদে বিশেষ অধিবেশন!
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগাঁও কাণ্ডের আবহে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়েছে বিরোধীরা। এ বিষয়ে কেন্দ্র জানিয়েছে, আবেদন নিয়ে বিবেচনা করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক কমিটি।
পহেলগাঁওয়ে হামলা এবং পরবর্তী পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে।
আজ (বুধবার) সে বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটি সিদ্ধান্ত নেওয়ার পরে তা জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, আজ বৈঠকে বসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীকে চিঠিতে রাহুল লেখেন, “এই কঠিন সময়ে ভারত দেখিয়ে দেবে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একজোট রয়েছি।” খড়্গে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লেখেন, “এই মুহূর্তে যখন একতা প্রয়োজন, তখন বিরোধীপক্ষ বিশ্বাস করে যে, সংসদের দুই কক্ষেই দ্রুত বিশেষ অধিবেশন ডাকা দরকার।
পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে একজোট, তার শক্তিশালী নিদর্শন হবে এটি।” পরের দিনই বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ইতিমধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তিসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা পদক্ষেপে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছে।#
পার্সটুডে/জিএআর/৩০