জুলাই শহীদের প্রকৃত সংখ্যা কত? এনসিপি নেতাদের ভাষ্যেও গড়মিল
(last modified Mon, 05 May 2025 09:14:04 GMT )
মে ০৫, ২০২৫ ১৫:১৪ Asia/Dhaka
  • জুলাই বিপ্লব
    জুলাই বিপ্লব

জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। সরকারি গেজেটের সঙ্গে মিল নেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। উপদেষ্টা যখন জাতিসংঘকে উদ্ধৃত করছেন, তখন ভিন্ন ভিন্ন সংখ্যা বলছেন এনসিপির নেতারা। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা ৮৩৪ বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ বছরের ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

কিন্তু ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এর ওয়েবসাইটে জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা হিসাবে উল্লেখ রয়েছে ৮২০+ (৪ মে ২০২৫)। সংখ্যাটি সরকার প্রকাশিত গেজেটে উল্লেখ করা সংখ্যার চেয়েও কম।

জাতিসংঘের প্রতিবেদন যখন রেফারেন্স

২৮ এপ্রিল সচিবালয়ে সংবাদ সম্মেলন করছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন আমরা জাতীয় ঐক্যের কথা বলি, তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা, ধরেন, যে মানুষ ১৪শ মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে; তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি, আপনি কি আমাকে বলছেন, তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিংক দিস ইজ অ্যাবসার্ড। জাতিসংঘের রেফারেন্স থেকে তিনি ১৪ শ সংখ্যাটি বলেছেন।

 

কী আছে জাতিসংঘের প্রতিবেদনে?

এ বছরের ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান নিয়ন্ত্রণে তৎকালীন সরকারের দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে, প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪শ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এনসিপি নেতাদের ভাষ্যেও গড়মিল

৩০ এপ্রিল ঢাকার মিরপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। তার কথায় পাওয়া গেল, ‘জুলাই শহীদ' এর সংখ্যা এক হাজার চারশ'রও বেশি।

 

শহীদের সংখ্যা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সিনিয়র সহকারি সচিব ফয়েজ আহম্মদ ডয়চে ভেলেকে বলেন, সরকার এখন পর্যন্ত ৮৩৪ জনের বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে পেরেছে। সেই মর্মে সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে 'জুলাই শহীদ' হিসাবে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য আরো অনেকগুলো দাবি এবং আরো অনেকগুলো হত্যাকাণ্ডের বিষয়ে, আরো অনেকগুলো মৃত্যুর বিষয়ে সরকার এখনো তদন্ত করছে, যাচাই-বাছাই করছে।

জাতিসংঘের প্রতিবেদনের বিষয়টিকে রেফারেন্স হিসেবে ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের মতো সংস্থা থেকে ১৪শ সংখ্যাটা যখন সামনে আসে, এটা আসলে অনেক গুরুত্ব পেয়েছে।

 

'জুলাই আন্দোলন ছিনতাই হয়ে গেছে

পুরো বিষয়টিকে সরকারের 'চরম ব্যর্থতা' হিসাবে আখ্যায়িত করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, সরকারের উচিত ছিল, এই ব্যর্থতাটাকে না দেখানো। এটাকে সফল করা কোনো কঠিন কাজ ছিল না। খুব সহজ একটা কাজ ছিল। সেই সহজ কাজটাকে তারা এতটাই কঠিন করে তুলছে, এটা আগামীতে জটিল আকার ধারণ করবে।

তিনি বলেন, স্বল্পতম সময়ে ছিনতাই হওয়া আন্দোলনের নাম বাংলাদেশের জুলাই আন্দোলন। এ আন্দোলন ছিনতাই হয়ে গেছে। এই আন্দোলনকে নিয়ে এখন ব্যবসা হচ্ছে।#

পার্সটুডে/জিএআর/৫