শত্রুদের বিরুদ্ধে ইরানের 'পূর্ণ' প্রতিরোধ ক্ষমতা রয়েছে: শীর্ষ জেনারেল
-
মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা দেশটির যুদ্ধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে বলেছেন, শত্রুদের মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র পূর্ণ প্রতিরোধ সক্ষমতা রয়েছে।
জুন মাসে বিনা উস্কানিতে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারের শাহাদতের ৪০তম দিন উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি এই মন্তব্য করেন। তিনি বলেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যেমন বলেছেন, ইরানি জাতি আলোচনা এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সুসজ্জিত।''
তিনি আরো সতর্ক করে বলেন যে নতুন কোন আগ্রাসনের ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া হবে নির্ণায়ক,ধ্বংসাত্মক এবং অতীতের যেকোনো কিছুর থেকে ভিন্ন। মুসাভি আরো উল্লেখ করেন যে, সন্ত্রাসী হামলার সময় ইরানি কমান্ডার, বিজ্ঞানী, ছাত্র, ক্রীড়াবিদ সহ অন্যান্যদের শাহাদাত জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করেছে এবং জনগণের দৃঢ়তার কণ্ঠস্বরকে আরো জোরদার করেছে।
জেনারেল মুসাভি বলেন, শত্রুরা উপলব্ধি করে না যে যদি কোনো আক্রমণকারী এই মাটিতে পা রাখে তাহলে ইরানিরা-তাদের ধর্মবিশ্বাস যাই হোক না কেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়।#
পার্সটুডে/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।