আমেরিকা ও ইসরায়েলের নির্দেশেই তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা ইউরোপের
https://parstoday.ir/bn/news/event-i151616-আমেরিকা_ও_ইসরায়েলের_নির্দেশেই_তেহরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_পুনর্বহালের_চেষ্টা_ইউরোপের
ইরান বলেছে, সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে তিনটি ইউরোপীয় দেশ তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে।
(last modified 2025-09-03T11:51:07+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলকে ঘিরে আছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নুয়েল ব্যারট
    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলকে ঘিরে আছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নুয়েল ব্যারট

ইরান বলেছে, সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে তিনটি ইউরোপীয় দেশ তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মঙ্গলবার বলেছেন যে রাশিয়া এবং চীনের সাথে ইরান ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে প্রত্যাহার করা নিষেধাজ্ঞা পুনর্বহালের ইউরোপীয় প্রচেষ্টার বিরোধিতা করে, যা আনুষ্ঠানিকভাবে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত।

চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ইরানের একটি যৌথ চিঠির কথা উল্লেখ করে বাকায়ি বলেন, "আমরা একটি সাধারণ অবস্থান শেয়ার করছি যে ইউরোপীয় ইউনিয়ন এবং এই তিনটি ইউরোপীয় দেশ বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অবলম্বন করার আইনি যোগ্যতা রাখে না। ম্যাকানিজম চালু করার অর্থ হচ্ছে ইরানের ওপর থেকে তুলে নেয়া নিষেধাজ্ঞাগুলো নিরাপত্তা পরিষদের মাধ্যমে আবার ফিরিয়ে আনা। "

তিনি আরো বলেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের যেকোনো প্রযুক্তিগত সম্প্রসারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার বিষয় এবং এই সংস্থাটির কর্তৃত্ব রয়েছে।" ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপকে "অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অযৌক্তিক" এবং "কোনও আইনি ভিত্তি ছাড়াই" বলে বর্ণনা করেছেন।

সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়ায বলেন, অতীতের মার্কিন পদক্ষেপ বিবেচনা না করে তেহরান ওয়াশিংটনের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে না।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।