রিয়াদে পৌঁছলেন লারিজানি; সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে
https://parstoday.ir/bn/news/event-i152046-রিয়াদে_পৌঁছলেন_লারিজানি_সৌদি_প্রতিরক্ষামন্ত্রীর_সাথে_বৈঠকের_কথা_রয়েছে
পার্সটুডে-ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি আজ (মঙ্গলবার) ১৫ সেপ্টেম্বর রিয়াদে পৌঁছেছেন।
(last modified 2025-09-16T13:17:20+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১৯:১০ Asia/Dhaka
  • রিয়াদে পৌঁছলেন ড.লারিজানি
    রিয়াদে পৌঁছলেন ড.লারিজানি

পার্সটুডে-ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি আজ (মঙ্গলবার) ১৫ সেপ্টেম্বর রিয়াদে পৌঁছেছেন।

আলি লারিজানির রিয়াদ সফর চলতি ফার্সি বছরের শুরুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের তেহরান সফরের কাঠামোর মধ্যেই করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলী বাকেরি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক প্রতিমন্ত্রী এবং মহাপরিচালক মোহাম্মদ আলী বেক এই সফরে লারিজানির সাথে রয়েছেন। এই সফরে লারিজানি প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ সৌদি কর্মকর্তাদের সাথে দেখা করবেন এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

আলী লারিজানির রিয়াদ সফর

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদ গ্রহণের পর এটি আলী লারিজানির তৃতীয় বিদেশ সফর। তিনি এর আগে ইরাক এবং সেখান থেকে লেবাননে গিয়েছিলেন, সেখানে তিনি দুই দেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও কথা বলেছেন।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।