গাজা বিষয়ক ট্রাম্পের পরিকল্পনায় অংশ নেবে না রাশিয়া: ক্রেমলিন
-
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
পার্সটুডে-ক্রেমলিনের মুখপাত্র বলেছেন গাজা যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় অংশ নেবে না মস্কো।
বার্তা সংস্থা মেহরের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সাথে এক বৈঠকে বলেছেন: মধ্যপ্রাচ্যের বিবদমান সকল পক্ষের সাথে রাশিয়ার যোগাযোগ রয়েছে। রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে। তিনি আরও বলেছেন: "গাজার জন্য ট্রাম্পের যে পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে ওই পরিকল্পনায় গাজার জনগণের জন্য ন্যূনতম অর্জন কিংবা সুবিধাও অন্তর্ভুক্ত হয় নি। গাজার পুনর্গঠন কিংবা এ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে বাস্তবায়নযোগ্য কোনো নিশ্চয়তা দেওয়া হয় নি ওই পরিকল্পনায়। একরকম প্রতারণামূলক কিছু প্রতিশ্রুতির মধ্যেই তার পরিকল্পনা সীমাবদ্ধ রাখা হয়েছে।"
ক্রেমলিনের মুখপাত্রের মতে, ইহুদিবাদী ইসরাইলি বন্দীদের মুক্তি, প্রতিরোধ শক্তির নিরস্ত্রীকরণ সম্পর্কিত গ্যারান্টি কিংবা সময়সীমার উল্লেখ ছাড়াও, ট্রাম্পের ওই পরিকল্পনায় গাজা উপত্যকার পুনর্গঠন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং এ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের জন্য কোনও নির্দিষ্ট সমাধান বা স্পষ্ট সময়সূচী প্রদান করা হয় নি।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।