ল্যাভরভ: ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পশ্চিমা প্রচেষ্টা পুরোপুরি অবিচার
https://parstoday.ir/bn/news/event-i152790-ল্যাভরভ_ইরানের_উপর_নিষেধাজ্ঞা_পুনর্বহালের_পশ্চিমা_প্রচেষ্টা_পুরোপুরি_অবিচার
পার্স-টুডে: পরমাণু বিষয়ে মতবিরোধকে অজুহাত হিসেবে দেখিয়ে পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘে সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৯, ২০২৫ ১৩:০১ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

পার্স-টুডে: পরমাণু বিষয়ে মতবিরোধকে অজুহাত হিসেবে দেখিয়ে পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘে সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের সাথে এক কথোপকথনে জোর দিয়ে বলেছেন যে ইরান সর্বদা তার নীতি-অবস্থানে নমনীয়তা এবং সৃজনশীলতা দেখিয়েছে।

তিনি বলেন: "কিন্তু পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে সবকিছু করছে যাতে এই আলোচনা না হয় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা পুনরায় শুরু না হয়। "

 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে একটি বড় সংকট উস্কে দেওয়ার চেষ্টা করছে, তিনি আরও বলেন: "ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল, যা পশ্চিমারা একটি আইনি ব্যবস্থা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, তা পুরোপুর অবিচার।"

মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও এবং এই সমঝোতার ইউরোপীয় পক্ষগুলো ইরানের ব্যাপারে তাদের দায়িত্ব পালন না করা সত্ত্বেও ইরান ওই সমঝোতার বাস্তবায়ন পুরোপুরি করছে না বলে অজুহাত দেখিয়ে সম্প্রতি ইউরোপিয় তিন দেশ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসা সংক্রান্ত একটি ধারা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা পরিষদে। অথচ ওই একই চুক্তির ধারায় এটাও বলা হয়েছে যে কোনো এক পক্ষ যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়নে বিরত থাকে তাহলে অন্য পক্ষও একই ধরনের পদক্ষেপ বা শর্থ বাস্তবায়ন সীমিত করতে পারে। #

পার্স টুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।