গাজায় ইসরায়েলি বাহিনীর আরো ৬ ফিলিস্তিনিকে হত্যা, যুদ্ধবিরতির লঙ্ঘন বলে হামাসের নিন্দা
তেল আবিবের সাম্প্রতিক যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে মঙ্গলবার সকাল থেকে গাজা শহর এবং উপকূলীয় অঞ্চলের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর আগ্রাসনের সময় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচজন শহরের শুজাইয়া এলাকায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছেন যে "একটি ইসরায়েলি কোয়াডকপ্টার তাদের বাড়ি পরিদর্শন করার সময়" তাদের লক্ষ্যবস্তু করেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনিস শহরের পূর্বে আল-ফুখারি শহরের কাছে ইসরায়েলি বাহিনী "একদল যুবককে" আঘাত করলে আরো একজন নিহত হওয়ার পাশাপাশি আরো একজন আহত হন বলে জানিয়েছেন। খান ইউনিসের আল-তাহলিয়া এলাকায়ও গোলাগুলির খবর পাওয়া গেছে বলেও তারা জানিয়েছে। কর্মকর্তারা আরো উল্লেখ করেছেন যে সামরিক বাহিনী উত্তর গাজার জাবালিয়া শহরের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে।
এই মাসের শুরুতে ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং গাজার হামাস প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে, যা ফিলিস্তিনি ভূখণ্ডে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।